সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৩
০৩:১৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২৩
০৬:১৭ অপরাহ্ন
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের (মিলাদ গাজী) মেয়ে গাজী ফায়হা রওশন মারা গেছেন। রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ২০ মিনিটের সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আত্মীয়-স্বজনরা জানিয়েছেন। মৃত্যুকালে গাজী ফায়হা রওশনের বয়স হয়েছিল ২৯ বছর।
আজ সোমবার (১১ ডিসেম্বর) বাদ এশা হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
গাজী ফায়হা ২০০৮ সালে দশম শ্রেণীতে অধ্যায়নকালে কিডনী রোগে আক্রান্ত হন। প্রথমে সপ্তাহে ২ দিন ও পরে সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হতো। এই অবস্থাতেই মেধাবী ছাত্রী গাজী ফায়হা লেখাপড়া চালিয়ে যান এবং কৃতিত্বের সঙ্গে বিবিএ পাশ করেন।
করোনাকালীন সময়ে ভারতে থেকে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। এক বছর ভাল গেলেও পুনরায় কিডনী জটিলতা দেখা দেয়। এরই মধ্য নতুন করে নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে গত ২০ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এএফ/০৪