থানার হাজতে ঝুলছিল ম র দে হ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৭, ২০২৩
১১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২৩
১১:৪৫ পূর্বাহ্ন



থানার হাজতে ঝুলছিল ম র দে হ


হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতের ভিতর থেকে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামী ‘আত্মহত্যা’ করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন। 

রাব্বানী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।

ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভিতরে শিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানিকে মৃত ঘোষণা করেন।’

 হাজতের ভিতরে থাকা আসামী কিভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে ওসি বলেন, ‘পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।’

মৃত গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।


এএফ/০২