সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩
১১:৪৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
১২:৩০ অপরাহ্ন
সিলেটের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শামসুল বাসিত শেরোকে সভাপতি এবং আমিরুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে ১৪৩১-৩২ বঙ্গাব্দের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক লিপি রানী মোদক, সম্পাদক(অর্থ) জুমেল আহমেদ ইব্রাহীম, সম্পাদক (দপ্তর ও প্রচার) মো. আব্দুল মালিক, সদস্য (১)- প্রশান্ত দে প্রলয়, সদস্য (২)- হাবিবা ফেরদৌস বিনতু, সদস্য (৩)- নাছিমা আকতার।
আরসি-০২