খেলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৪
০৪:২৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৯, ২০২৪
০৪:২৫ অপরাহ্ন
গত সপ্তাহে সুপার কাপের সেমিফাইনালের রিয়াল মাদ্রিদের কাছে হারের প্রতিশোধই যেন নিলো আতলেতিকো মাদ্রিদ। সেই ম্যাচে সৌদি আরবের আল আওয়াল পার্কে আতলেতিকোকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। এবার স্প্যানিশ কোপা দেল রে'র শেষ ষোলোর খেলায় রিয়ালকে ৪-২ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আতলেতিকো।
নির্ধারিত ৯০ ওভারে ২-২ গোলের সমতায় শেষ হয় খেলা।
তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে গোল করতে আতলেতিকোকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ফরাসী বিশ্বকাপজয়ী তারকা আঁতোয়ান গ্রিজমান। এরপর ১১৯ মিনিটে গোল করে ব্যবধান ৪-২ করেন রদ্রিগো রিকুয়েলমি।
বল দখলে রিয়াল দাপট দেখালেও শুরুতে এগিয়ে যায় আতলেতিকো। ৩৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন স্যামুয়েল লিনো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আতলেতিকোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার এগিয়ে যায় আতলেতিকো। গোল করেন আলভারো মোরাতা। ৮২ মিনিটে গোল করে রিয়ালকে ফের সমতায় ফেরান হোসেলু। অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
এএন/০১