সাফ ফুটবল: ড্র’য়ের পর টসভাগ্যে শিরোপা বঞ্চিত বাংলাদেশ

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২৪
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২৪
১১:৩২ অপরাহ্ন



সাফ ফুটবল: ড্র’য়ের পর টসভাগ্যে শিরোপা বঞ্চিত বাংলাদেশ


সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপা রক্ষার লড়াইয়ে ফাইনালে ভারতকে মোকাবিলা করে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারের সিদ্ধান্ত হয়। টাইব্রেকারে ১১-১১ গোলে ড্র হওয়ায় টসভাগ্যে নির্ধারিত হয় শিরোপা। টসভাগ্যে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ, চ্যাম্পিয়ন হয় ভারত।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলাপুর স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। 

খেলা শুরু হওয়ার মাত্র ৮ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। রক্ষণ দুর্বলতা ও গোলরক্ষকের ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। 

ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পান শিবানী দেবী। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী বক্সের সামনে এসে বলের নাগাল পাননি। শিবানী বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে গোল নিশ্চিত করে দলকে এগিয়ে নেন। 

দ্বিতীয়ার্ধে গোল করে খেলায় সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোর ছিল ১-১। এরপর টস ভাগ্য হয়। টস ভাগ্যে বাংলাদেশ হেরে যায়। 

ফাইনালের আগে প্রথম দেখায় ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। অথচ আজ ফাইনালে এসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও টস ভাগ্যে হেরে যায় স্বাগতিকরা।



এএফ/০৪