শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াসুরিয়া এখন সিলেটে

খেলা ডেস্ক


মার্চ ০৫, ২০২৪
০৭:০৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৪
১০:৩০ অপরাহ্ন



শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াসুরিয়া এখন সিলেটে


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে শ্রীলঙ্কা। এর মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে তিন রানে হারিয়েছে লঙ্কানরা। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

এই ম্যাচের আগের দলের সঙ্গে যোগ দিতে সিলেটে এসেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করছেন ৫৪ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার। ভারত বিশ্বকাপে ভরাডুবির পর গত ডিসেম্বরে লঙ্কানদের পরামর্শক হিসেবে নিয়োগ পান তিনি। 

এর আগেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন জয়াসুরিয়া।

প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন কয়েক ধাপে। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বেশ কিছু রদবদল হয়। সেই ধারাবাহিকতায় পরামর্শক হিসেবে দায়িত্ব পান জয়াসুরিয়া।

প্রথম টি-টোয়েন্টির পরদিন আজ বিশ্রামেই কাটিয়েছে দুই দল।

মাঠমুখো হননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশ দলের সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানসজ কয়েকজন ক্রিকেটার অবশ্য ট্রেনার ইফতেখার ইসলাম ইফতিকে নিয়ে মাঠে গিয়েছিলেন। সিরিজে ফিরতে আগামীকাল জয়ের বিকল্প নেই বাংলাদেশের।


এএফ/১১