সেরা আটের চৌকাঠে এক পা রাখল বাংলাদেশ

খেলা ডেস্ক


জুন ১৪, ২০২৪
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২৪
০৮:১৮ অপরাহ্ন



সেরা আটের চৌকাঠে এক পা রাখল বাংলাদেশ
নেদারল্যান্ডসকে হারালো ২৫ রানে


ব্যাটিং-বোলিংয়ে সম্মিলিত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ।

৬ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ৫৬ রান। প্রথম তিন বলে ৭ রান দিলেন রিশাদ হোসেন। তবে পরের তিন বলে তিনি নিলেন দুই উইকেট। এতেই ঘুরে গেল ম্যাচের মোড়। পরের ওভারে রিশাদ ধরলেন আরও এক শিকার। তার সঙ্গে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। লক্ষ্যের কাছাকাছিও যেতে পারল না নেদারল্যান্ডস।

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বৃহস্পতিবার ডাচদের ২৫ রানে হারায় বাংলাদেশ। ১৬০ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। অনায়াস জয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা জোরাল করল বাংলাদেশ।

তিন ম্যাচের বাংলাদেশের ঝুলিতে এখন ৪ পয়েন্ট। তাদের জয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে তিন ম্যাচে ১ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার বিদায়। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারলেই আর কোনো হিসেব-নিকেশ ছাড়া সুপার এইটে চলে যাবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

শেষ দিকে রিশাদ-মুস্তাফিজের চমৎকার বোলিংয়ের আগে ব্যাট হাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সাকিব আল হাসান। ১৯ ইনিংস বিরতির পর করা ফিফটিতে ৪৬ বলে তিনি খেলেন ৬৪ রানের ইনিংস। পরে বল হাতেও শেষ দুই ওভারে রানের চাকা আটকে রাখেন অভিজ্ঞ অলরাউন্ডার। বাংলাদেশের ২৫ রানের জয়ে তিনিই জেতে ম্যাচ সেরার পুরস্কার।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, আরিয়ান ৪-০-১৭-২, মেকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডে লেডে ৩-০-৩১-০, প্রিঙ্গেল ৩-০-২৬-১)

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৪/৮ (লেভিট ১৮, ও'ডাওড ১২, ভিক্রাম ২৬, এঙ্গেলব্রেশট ৩৩, এডওয়ার্ডস ২৫, ডে লেডে ০, ফন বিক ২, প্রিঙ্গল ১, আরিয়ান ১৫*; মুস্তাফিজ ৪-০-১২-১, তানজিম ৩-০-২৩-১, তাসকিন ৪-০-৩০-২, সাকিব ৪-০-২৯-০, রিশাদ ৪-০-৩৩-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-১)

ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান


এএফ/০১