পাঁচ বছর পর ভারত সফরে যাবে বাংলাদেশ

মিরর স্পোর্টস ডেস্ক


জুন ২১, ২০২৪
০৫:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৪
০৫:১৪ পূর্বাহ্ন



পাঁচ বছর পর ভারত সফরে যাবে বাংলাদেশ


পাঁচ বছর পর ভারত সফর করবে বাংলাদেশ দল। ২০১৯ সালের মতো এবারের সফরেও আছে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় এই সফরের সূচি চূড়ান্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। যেখানে ভারতের ভিন্ন পাঁচটি ভেন্যুতে এই পাঁচটি ম্যাচ খেলবেন সাকিব-শান্তরা।

টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত মাঠের লড়াই। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি কানপুরে, ২৭ সেপ্টেম্বর। এরপর পাঁচদিন বিরতি দিয়ে শুরু টি-টোয়েন্টি সিরিজ।

৬ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচটি হবে ধর্মশালায়। বাকি দুই ম্যাচে হবে ৯ ও ১২ অক্টোবর, দিল্লি এবং হায়দরাবাদে।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের সূচি-

১ম টেস্ট, ১৯ সেপ্টেম্বর–২৩ সেপ্টেম্বর, চেন্নাই

২য় টেস্ট, ২৭ সেপ্টেম্বর–১ অক্টোবর, কানপুর

১ম টি–টোয়েন্টি, ৬ অক্টোবর, ধর্মশালা

২য় টি–টোয়েন্টি, ৯ অক্টোবর, দিল্লি

৩য় টি–টোয়েন্টি, ১২ অক্টোবর, হায়দরাবাদ

এএন/০৩