সর্বাধিক গোলে সহায়তার রেকর্ড মেসির

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২০, ২০২৪
০২:২০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২৪
০২:২০ অপরাহ্ন



সর্বাধিক গোলে সহায়তার রেকর্ড মেসির

সর্বাধিক গোলে সহায়তার রেকর্ড মেসির


বছরটা লিওনেল মেসির জন্য স্মরণীয়। কাতার বিশ্বকাপের পর আরেকটি কোপা আমেরিকা খেলতে চেয়েছিলেন তিনি। সেটা তার দল জিতেছেও। বুধবার পেরুর বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের বলেন, ‘চলো জয় দিয়ে স্মরণীয় বছরটা শেষ করি।’ 

পেরুর বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তেরা। জয় দিয়ে বছর শেষ করেছে আকাশি-সাদা জার্সিধারীরা। ওই গোলটি আবার করিয়েছেন লিওনেল মেসি। 

বক্সের ডানপ্রান্ত থেকে মেসি বক্সে উঁচু করে বল পাঠান। লাওতারো অনেকটা লাফিয়ে নিচু করে ভলি মারেন। বল চলে যায় জালে। ওই গোলে সহায়তা দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলে সহায়তা দেওয়ার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। ছাড়িয়ে গেছেন নেইমার জুনিয়রকে। 

আন্তর্জাতিক ফুটবলে মেসি ৫৮ গোলে সহায়তা দেওয়ার কীর্তি গড়েছেন। তার সমান গোলে সহায়তা দেওয়ার কীর্তি আছে ল্যান্ডন দোনেভান-এর। যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড ২০১৪ পর্যন্ত ১৪ বছর জাতীয় দলে খেলেছেন। ৫৭ গোল করেছেন ও ৫৮ গোলে সহায়তা দিয়েছেন। অথচ ৩২ বছরের পর আর জাতীয় দলে খেলা হয়নি সাবেক বায়ার লেভারকুসেন ও এভারটন ফরোয়ার্ডের।

জিসি / ০৫