খেলা ডেস্ক
এপ্রিল ০৩, ২০২০
০৭:১১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৭:১২ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারীর কারণে শেষ করা গেল না বেলজিয়ান প্রো লিগের বাকিটা। তাই পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ক্লাব ব্রুজেসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো।
কোভিড-১৯ এর কারণে ইউরোপের প্রথম লিগ হিসেবে বেলজিয়ামের প্রো লিগ বাতিল করা হলো। এবং একই সঙ্গে ক্লাব ব্রুজেস ইউরোপের প্রথম ক্লাব যারা করোনার জন্য চ্যাম্পিয়ন হয়ে গেল মৌসুম শেষ না করেই। এক রাউন্ড হাতে রেখেই ১৫ পয়েন্টে এগিয়ে ছিল ক্লাব ব্রুজেস। এ কারণে চ্যাম্পিয়ন হলো তারাই। তবে মৌসুম শেষে শীর্ষ ছয় দলের প্লে-অফটা মাঠেই গড়াল না করোনার দাপটের কারণে।
গত মৌসুমে ক্লাব ব্রুজেস মৌসুম শেষ করে ছিল রানার্স-আপ হয়ে। গতবারের চ্যাম্পিয়ন রেসিং গেঙ্ক গত মাসে লিগ বন্ধ হওয়ার আগে ছিল সপ্তম স্থানে। পাঁচ জনের একটি ওয়ার্কিং গ্রুপ এখন ঠিক করবে কারা লিগ থেকে বাদ পড়বে, কারা লিগে উন্নীত হবে এবং আগামী মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় কারা খেলবে।
প্রো লিগ বোর্ডের এই সিদ্ধান্ত দেশের শীর্ষ দুই বিভাগের ২৪ দলের বৈঠকে তা অনুমোদন করাতে হবে। যদিও তাদের ১৭টি দলই ইতোমধ্যে মৌসুম বাতিল করার অনুরোধ জানিয়ে রেখেছে।
এআরআর-০৮/বিএ-২৩