অবশেষে বন্ধ হলো বেলারুশ ফুটবল

খেলা ডেস্ক


এপ্রিল ০৪, ২০২০
০৪:০০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
০৪:০০ পূর্বাহ্ন



অবশেষে বন্ধ হলো বেলারুশ ফুটবল

বিশ্বকে অবাক করে দিয়েছিল ইউরোপের দেশ বেলারুশ। প্রাণঘাতি করোনাভাইরাসে যখন কাঁপছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে সবকিছুই। তখন ইউরোপের একমাত্র দেশ হিসেবে নিজেদের ফুটবল লিগ চালিয়ে যাচ্ছিল বেলারুশ ফুটবল ফেডারেশন। বিশ্বের সকল খেলাধুলা যখন বন্ধ, তখন নিজ দেশের লিগ চালিয়ে যাবার ঘোষনা দেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো ও বেলারুশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র আলেক্সান্দর অ্যালেইনিক।

প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো নিজ দেশের জনগণকে করোনার বিরুদ্ধে লড়তে ভদকা পান করার পরামর্শ দিয়েছেন। মুখপাত্র অ্যালেইনিক বলেন, 'করোনা প্রতিরোধে আমরা সকল সতর্কতা গ্রহণ করেছি এবং ফুটবল চলতে থাকবে। ক্রীড়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনার সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ভক্তদের সবাইকে হ্যান্ড গ্লভস সরবরাহ করা হয়েছে।'

কিন্তু বেলারুশের এমন কাণ্ডে ক্ষোভ ঝড়ে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। দ্রুত ফুটবল বন্ধের আহ্বান জানায় ফিফপ্রোর জেনারেল সেক্রেটারি জন্স বেয়ার-হফম্যান। তিনি বলেন, 'বিশ্বের বাকি জায়গায় ফুটবলের জন্য যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখানেও (বেলারুশ) একই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা। কীভাবে এটা চলতে পারে তা একেবারেই বোধগম্য নয়।'

এ বিষয়ে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে কঠোর ব্যবস্থা নেয়ার আবেদন জানাবে ফিফপ্রো, এমন হুমকিও দেয়। ফিফপ্রোর এমন হুমকির একদিন যেতে না যেতে, টুর্নামেন্ট শেষ না করেই ক্লাব ব্রুজেসকে চ্যাম্পিয়ন ঘোষনা করে লিগ বন্ধ করতে বাধ্য হলো বেলজিয়াম ফুটবল ফেডারেশন। তবে ৩০ রাউন্ডের মধ্যে ২৯ রাউন্ডের খেলা শেষ হয়েছিল। তাতে ক্লাব ব্রুজেসকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হয় আয়োজকরা।

লিগে ২৯ ম্যাচে ২১ জয় ও ৭ ড্র'তে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই ছিল ক্লাব ব্রুজেস। দ্বিতীয় স্থানে থাকা গেন্টের পয়েন্ট ছিল ৫৫।কিন্তু এভাবে লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ করে না বেলারুশ। লিগের প্রথম পর্ব শেষে শীর্ষ ছয় দল প্লে¬অফ খেলে। সেখানে দশটি ম্যাচ হয়। এরপর সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হওয়ায়, বাধ্য হয়ে ক্লাব ব্রুজেস চ্যাম্পিয়ন করে লিগ শেষ করল বেলারুশ ফুটবল ফেডারেশন।

লিগের পরিচালক কমিটি এক বিবৃতিতে জানায়, 'পরিচালক কমিটি সবাই একটি সিদ্ধান্তে একমত হয়েছে, ৩০ জুনের পর লিগ চালানো ঠিক হবে না। আর বর্তমান পরিস্থিতিতে লিগ এখানেই শেষ করতে হলো।'

এআরআর-১০/বিএ-২৫