নিজের বেতন কাটার সুপারিশ করেছেন ম্যারাডোনা

খেলা ডেস্ক


এপ্রিল ০৪, ২০২০
১০:২৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২০
১০:২৮ অপরাহ্ন



নিজের বেতন কাটার সুপারিশ করেছেন ম্যারাডোনা

করোনাভাইরাসের এই কঠিন সময়ে নিজ থেকেই ক্লাবের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।

স্বদেশি ক্লাব জিমনাসিয়ার কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা প্রয়োজনে পুরো বেতন ছেড়ে দিতেও প্রস্তুত। তার চুক্তির আর চার মাস বাকি। কিন্তু চুক্তি নিয়ে না ভেবে ক্লাবকে টিকিয়ে রাখার জন্য সবার আগে নিজের বেতন কাটার সুপারিশ করেছেন ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি গ্যাব্রিয়েল পেলে­গ্রিনো।

বোকাজুনিয়র্সের আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজও বেতন কাটার পক্ষে। ক্লাবের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

কার্লোস তেভেজ বলেছেন, একজন পেশাদার ফুটবলার ছয় মাস বা এক বছর বেতন না নিয়েও বেঁচে থাকতে পারবে। কিন্তু এমন অনেকেই আছেন, যারা পরিবারের মুখে খাবার তুলে দিতে সকাল ৬টায় ঘর থেকে বেরিয়ে সন্ধ্যা ৭টায় বাড়িতে ফেরে। আমাদের অবস্থ তো আর সেই সব মানুষদের মতো নয়। তাদের জন্য দিনের পর দিন ঘরে বসে থাকাটা সত্যিই ভয়ংকর। আগে তাদের কথা ভাবতে হবে।

এআরআর-০৬/বিএ-০২