ক্লাবগুলোকে উয়েফার হুঁশিয়ারি

খেলা ডেস্ক


এপ্রিল ০৬, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



ক্লাবগুলোকে উয়েফার হুঁশিয়ারি

করোনায় টালমাটাল ফুটবল বিশ্ব। নামিদামি সব ক্লাবের দুয়ারে ঝুলছে তালা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নিয়ে কোনো সুখবর নেই। দিনের পর দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রাণঘাতি এই ভাইরাস। এমন অবস্থায় বিভিন্ন দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা যেন তড়িঘড়ি করে বিজয়ীর নাম ঘোষণা না করে, যেন শেষ না দেখেই বর্তমান হিসাব-নিকাশ কষে এক দলকে চ্যাম্পিয়ন না করা হয়- এসব নিয়েই কড়া বার্তা দিল ক্লাব ফুটবলের অভিভাবক উয়েফা।

মূলত বেলজিয়ান ফুটবল লিগের আচরণেই নড়েচড়ে বসে উয়েফা। গত বৃহস্পতিবার মাঝপথে লিগ বাতিল হওয়ার পর টেবিলের একে থাকা ক্লাব ব্রুজকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বিষয়টি বোধ হয় ভালো লাগেনি উয়েফার। ওই ঘটনার পর পরই উয়েফার প্রধান আলেকসান্দার সেফেরিন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আন্দ্রেয়া অগনেলি এবং ইউরোপিয়ান লিগের প্রধান লার্স-ক্রিস্টার ওলসন যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা কঠোরভাবে বলেন, 'আমরা এখনও আশাবাদী। আগামী কয়েক মাসের মধ্যে আবারও ফুটবল মাঠে ফিরবে। তার পরও এই পরিস্থিতিতে যারা ঘরোয়া প্রতিযোগিতাগুলো বাতিল করে দিচ্ছে তারা মোটেও ঠিক করছে না। এটা খুবই অযৌক্তিক।'

উয়েফা চাচ্ছে সময় নিয়ে হলেও মৌসুমের ইতি টানতে। সেজন্য যদি ভিন্ন কৌশল অবলম্বন করতে হয় তাহলেও করবে তারা। আর বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুই-একে কোনো লিগ শুরুর জো নেই তাদের। অবশ্য সম্ভাব্য দিনক্ষণ হিসেবে তারা জুলাই আর আগস্টকে পরিকল্পনায় রেখে এগোচ্ছে। যেমনটা এই বিবৃতিতেও বলা, 'এখন যা অবস্থা তাতে আমরাও একটু শঙ্কায় আছি। তবে জুলাই-আগস্টের দিকে এই প্রেক্ষাপট বদলে যাবে, এটা আমাদের বিশ্বাস।'

২০২০-২১ ইউরোপসেরার লড়াইয়ে কে যাবে কে থাকবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উয়েফা। সেজন্য তারাও চাইছে স্পোর্টিং রেজাল্ট। কোনোভাবেই কোনো অজুহাতে মৌসুম শেষ করে দেওয়া, একেবারে মানছেন না তারা। যেমনটা ইঙ্গিত মিলল এই বিবৃতি থেকে। পাশাপাশি বেলজিয়াম লিগের সিদ্ধান্তটাও কিছুতেই মাথায় আসছে না তাদের, '২০২০-২১ উয়েফার প্রতিযোগিতায় কারা থাকবে কিংবা কারা অংশ নেবে এটার তদারিক বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উয়েফা রাখে।'

এদিকে করোনাকালীন উয়েফার দুটি ভিন্ন টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। যাদের একটি নিয়মনীতি আর অর্থনীতি নিয়ে কাজ করছে। আরেকটা টিম ম্যাচের নতুন ক্যালেন্ডার নিয়ে দিনভর পরিকল্পনা করে যাচ্ছে।

 

 

এআরআর-০২/আরসি-০২