ফরাসি ফুটবল ক্লাব চিকিৎসকের আত্মহত্যা

খেলা ডেস্ক


এপ্রিল ০৬, ২০২০
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৭:৪১ অপরাহ্ন



ফরাসি ফুটবল ক্লাব চিকিৎসকের আত্মহত্যা

করোনা ভাইরাসে আক্রান্ত। এমন খবর জানতে পেরেই চূড়ান্ত আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন বিখ্যাত ফুটবল ক্লাব রেইমসের চিকিৎসক। অবসাদে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। রবিবার তাঁর প্রয়াণে শোকের ছায়া ফ্রান্সের লিগ ওয়ান ক্লাবে।

৬০ বছরের বার্নার্ড গঞ্জালেস। ২০ বছরেরও বেশি সময় ধরে ফরাসি ক্লাব রেইমসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই ভেঙে পড়েন তিনি। এমনটাই জানান রেইমসের মেয়র আর্নড রবিনেট। তিনি বলেন, ‘জানতে পারলাম একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন ডা. গঞ্জালেস। যেখানে উল্লেখ করেছেন যে তিনি করোনা পজিটিভ। ওর মৃত্যুর খবর শুনে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কারণ ওকে অনেকদিন ধরে আমি চিনি। শুধু ক্লাব নয়, ওর বহু অনুরাগীও শোকস্তব্ধ।’

লিগ ওয়ানের ক্লাবের তরফেও বিজ্ঞপ্তি দিয়ে শোকপ্রকাশ করা হয়েছে। রেইমস ক্লাবের প্রেসিডেন্ট জিন পেরি শোকজ্ঞাপন করে বলেন, ‘এই মহামারি আমাদের থেকে একজন অত্যন্ত প্রিয় এবং প্রতিভাবান মানুষকে ছিনিয়ে নিল। বিধ্বস্ত হয়ে পড়ল রেইমস। ফুটবলের এই পরিবার ওকে খুব মিস করবে। রেইমসের সঙ্গে যুক্ত প্রত্যেকে ওর শূন্যতা অনুভব করবে।’

এআরআর-০৭/বিএ-২৫