তৃণমূল ফুটবল ক্লাবগুলোকে ৪৩ কোটি টাকা দিল পর্তুগাল

খেলা ডেস্ক


এপ্রিল ১৫, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন



তৃণমূল ফুটবল ক্লাবগুলোকে ৪৩ কোটি টাকা দিল পর্তুগাল

ইউরো ২০২০ বাছাই পর্বের কঠিন পরীক্ষা উতড়ে গেছে পর্তুগাল। পা রেখেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরের মূল পর্বে। সেসুবাদে কোয়ালিফিকেশন বোনাস পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা (২০১৬)।

সেই বোনাসের অর্ধেকটা পর্তুগিজ জাতীয় ফুটবল দল দিয়ে দিচ্ছে করোনাভাইরাস মহামারীতে সহায়তার জন্য। আর মহতী এই কাজের ধারণাটা দিয়েছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খবরটা নিশ্চিত করেছেন পর্তুগিজ কোচ বার্নার্ডো সিলভা।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনালদো ও তার সতীর্থদের দান করা অর্থ দিয়ে গড়ে তোলা হবে একটি তহবিল। সেখান থেকে করোনার দাপটে আর্থিক সঙ্কটে ভোগা দেশটির তৃণমূল ফুটবলের ক্লাবগুলো পাবে প্রায় ৪.৭ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ২৪ লাখ টাকা।

তবে করোনা সঙ্কটের কারণে এবছর আর হচ্ছে না ইউরো ২০২০। এক বছর পিছিয়ে গেছে ইউরোপের বৃহত্তম এ ফুটবল আসর।

আইবেরিয়ান রাষ্ট্র পর্তুগালে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৪ জন। ৫০০ এর অধিক মানুষ মারা গেছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন ২৭৭ জন। 

 

এআরআর-৬/আরসি-০৪