ঘরে বসেই ওষুধ পাচ্ছেন হবিগঞ্জ শহরবাসী

হবিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৫, ২০২০
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
১১:০০ অপরাহ্ন



ঘরে বসেই ওষুধ পাচ্ছেন হবিগঞ্জ শহরবাসী

করোনাভাইরাসের এই মহামারীতে সকলকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে জরুরি প্রয়োজনে ওষুধ কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বের হচ্ছেন অনেকেই।

মানুষকে ঘরে রাখতে হবিগঞ্জ শহরবাসীর সেবায় নেমেছে শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে অবস্থিত আল আমিন ফার্মেসি। মানুষের ঘরে ঘরে গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছে তারা। অনলাইন এই সার্ভিসটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে হবিগঞ্জ শহরে। প্রতিদিন অসংখ্য অর্ডার আসছে তাদের কাছে।

মাদার কেয়ার জেনারেল হাসপাতালের পরিচালক তাইবুর রহমান জানান, প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি হবিগঞ্জে মেসেঞ্জার, হোয়াটসএপ, ইমোর মাধ্যমে প্রেসক্রিপশনের ছবি পাঠালে এতো সুন্দর পরিপাটিভাবে ওষুধ কেনা যায়। প্রেসক্রিপশন পাঠানোর আধাঘন্টার মধ্যে তারা আমার বাসায় ওষুধ পৌঁছে দিয়েছেন, তাও আবার বাজারের নির্ধারিত মূল্যে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই।

হবিগঞ্জে প্রথম এপসভিত্তিক অনলাইন মেডিসিন হোম ডেলিভারি আল আমিন এর ফেসবুক পেইজ https://www.facebook.com/rumel.khanchowdhury কিংবা হোয়াটসএপ-এ ০১৭২৩-৫২৭৮৮৩ নম্বরে প্রেসক্রিপশনের ছবি পাঠালেই সকল ধরণের ওষুধ বাসায় পৌঁছে দেওয়া হয় দ্রুততার সঙ্গে।

নিত্যপ্রয়োজনীয় সকল ওষুধের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হান্ডগ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারও এখানে সুলভ মূল্যে পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রুমেল খান চৌধুরী বলেন, হবিগঞ্জে প্রথম অনলাইনভিত্তিক মেডিসিন হোম ডেলিভারি সার্ভিস হিসেবে এটি আত্মপ্রকাশ করে। এর আগে বা পরে অন্য কেউ এমন উদ্যোগ নেয়নি। ডেলিভারি চার্জ ছাড়া সেবা দিয়ে বর্তমানে ব্যাপক সাড়া পাচ্ছে আমাদের আল আমিন ফার্মেসি।

প্রতিষ্ঠানটির আরেক স্বত্বাধিকারী সুয়েব ঠাকুর বলেন, করোনার মতো মহামারীতে সেবা দেওয়ার লক্ষ্যে আমরা আমাদের সার্ভিসটি শুরু করেছি। ঘরে বসে ১০০% আসল ওষুধ পেতে আমাদের সাহায্য নিন।

হবিগঞ্জে 'মানবতার ফেরিওয়ালা' খ্যাত হাবিবুর রহমান সবুজ বলেন, এমন সেবা হবিগঞ্জবাসীকে এগিয়ে নিয়ে যাবে এবং আধুনিক সেবার ক্ষেত্রে এক অন্য মাত্রা যোগ করবে। ডিজিটাল বাংলাদেশ এর সুফল পাবে।

 

এসআর/আরআর