ইতালির ফুটবল মাঠে গড়াবে মে মাসেই

খেলা ডেস্ক


এপ্রিল ১৬, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০৩:২১ পূর্বাহ্ন



ইতালির ফুটবল মাঠে গড়াবে মে মাসেই

করোনার প্রকোপে বিপর্যস্ত বিশ্ব ক্রীড়াঙ্গন। এমন কঠিন পরিস্থিতিতে ইউরোপিয়ান লিগসহ কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, উইম্বলডন, টোকিও অলিম্পিকের মতো মেগা ইভেন্ট স্থগিত রয়েছে। করোনার ভয়াবহতা কাটিয়ে মে মাসের শেষের দিকেই ইতালিয়ান লিগ সিরি’আ পুনরায় মাঠ গড়াবে। এমনটাই প্রত্যাশা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাভ্রিয়েল গ্র্যাভিনার।

কোভিড নাইন্টিন নামক প্রাণঘাতী অনুজীব ক্রমান্বয়ে মহামারি রুপ নিচ্ছে। বিশ্বের ১৯ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। চীনের পর ইতালিতে এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকে। এ পর্যন্ত দেশটিতে দেড় লাখেরও অধিক মানুষ করোনায় আক্রান্ত। এমন পরিস্থিতি বিবেচনায় ৩ মে পর্যন্ত ইতালিতে লকডাউন বিরাজ করবে।

প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে গেলো ২ মার্চ সিরি’আ স্থগিত করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। যদিও কোভিড-১৯ নিয়ন্ত্রণে আসার পর, মে মাসের শেষ দিকে সিরি আ পুনরায় মাঠে গড়াবে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাভ্রিয়েল গ্র্যাভিনা বলেন, পরিস্থিতি আর ক্রীড়া সংশ্লিষ্টদের স্বাস্থ্য ঠিক থাকলেই আশা করছি পুনরায় ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হবে। আমরা ক্রীড়া মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। ১৫ এপ্রিল ফেডারেল টেকনিক্যাল কমিটির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

এআরআর-০৭/বিএ-১৮