খেলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২০
১১:০৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২০
১১:০৭ অপরাহ্ন
করোনার কারনে বিশ্বজুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি অবস্থায় সময় কাটছে সবাই। একঘেঁয়েমি কাটাতে নানা উপায়ে সময় কাটাচ্ছেন সকলে। ফুটবলার থেকে ক্রিকেটার সকলে ফিটনেস ধরে রাখতে কোয়ারেন্টাইনে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। আর ফিটনেস ধরে রাখতে সবথেকে কঠোর পরিশ্রমী ক্রীড়াবিদ পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগালে গৃহবন্দি থাকা রোনালদো নিজের বাড়িতে থাকলেও ফিটনেস ট্রেনিংয়ে কমতি রাখেছেন না। ফিটনেস ট্রেনিংয়ে তার পার্টনার হচ্ছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। এবার নিজের খুদে ছেলে-মেয়েদের ওয়েট হিসেবে তুললেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে ট্রেনিং করছেন রোনালদো। আর দুই খুদে ছেলে মেয়ে ক্রমাগত বাবাকে বিরক্ত করে চলছে। কিন্তু রোনালদো তাতে বিরক্ত না হয়ে বেশ মজাই নিচ্ছিলেন। ছেলে-মেয়েকেই ওয়েট হিসেবে ব্যবহার করে পুশ-আপ দিতে থাকলেন রোনালদো। করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ইউরোপে ফিরতে চলেছে ফুটবল। তাই গৃহবন্দি অবস্থায় থাকলেও, নিজেকে তৈরি রাখছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার।
এআরআর-০৬/বিএ-০৯