খেলা ডেস্ক
এপ্রিল ১৮, ২০২০
০৩:৪৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৩:৪৬ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারনে অসহায়-দুস্থদের সহায়তায় এগিয়ে এলেন ক্যামেরুন ও বার্সেলোনার সাবেক স্যামুয়েল ইতো। নিজ দেশের ১ লাখ অসহায়-দুস্থ জনগণকে সাহায্য করবেন তিনি। তার ফাউন্ডেশন থেকেই অসহায়দের পাশে দাঁড়ানো হবে জানানো হয়েছে।
ইতোর ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, 'এই ভয়াবহ অবস্থায় স্যানিটাইজেশন, স্বাস্থ্য কিট ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। চিকিৎসকদের সহায়তা করা হবে ও যারা অনাহারে ভুগছে, তাদের খাবারের ব্যবস্থাও করা হবে।'
ক্যামরুনের চারটি শহরের ৫০ হাজার পরিবারকে স্যানিটাইজার এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া ট্যাক্সি ড্রাইভার, বাস চালক ও অন্যান্য যানবাহনের ড্রাইভারদের ৫০ হাজার মাস্কও দেওয়া হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এআরআর-৭/আরসি-১৩