করোনায় চির নিদ্রায় বিশ্বকাপজয়ী হান্টার

খেলা ডেস্ক


এপ্রিল ১৯, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন



করোনায় চির নিদ্রায় বিশ্বকাপজয়ী হান্টার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরলোকে চলে গেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার নরম্যান হান্টার। কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৭৬ বছরের সাবেক এই ফুটবলার। কিন্তু প্রাণঘাতী করোনার কাছে শেষমেশ হার মানলেন তিনি। ঘুমিয়ে গেলেন চিরকালের জন্য।

হান্টার প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে খেলেছেন দীর্ঘ ১৫ বছর। এল্যান্ড রোডের হয়ে অংশ নেন ৭২৬ ম্যাচে। দুটি লিগ শিরোপাও জেতেন এই ফুটবল কিংবদন্তি। ১৯৭৫ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালেও খেলেন হান্টার। তবে হেরে যান বায়ার্ন মিউনিখের কাছে।

স্যার আলফ্রেড রামসের নেতৃত্বে ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের নন-প্লেয়িং সদস্য ছিলেন হান্টার। দেশের হয়ে খেলেন সব মিলিয়ে ২৮টি ম্যাচ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইংলিশ ফুটবল ফেডারেশন ও লিডস ইউনাইটেডে।

এআরআর-০১/বিএ-২০