ফুটবল রক্ষায় ফিফা দিচ্ছে ১২৭৫ কোটি টাকা

খেলা ডেস্ক


এপ্রিল ২৬, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন



ফুটবল রক্ষায় ফিফা দিচ্ছে ১২৭৫ কোটি টাকা

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে করোনা ভয়াল ভাইরাসের প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ব ফুটবল অঙ্গন সঙ্কটময় পরিস্থিতিতে নিজেদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সহযোগী দেশের ফুটবল ফেডারেশনগুলো ঠিক সেই মুহূর্তে ফুটবল বাঁচাতে সাহায্যের হাত বাঁড়িয়ে দিলো আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো শুক্রবার জানিয়েছেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবে বিশ্ব ফুটবলের ব্যাপক ক্ষতি হয়েছে তা সামলে উঠতে প্রথম দফায় সংস্থার সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সাহায্য দেয়া হচ্ছে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৭৫ কোটি টাকা

তিনি বলেন, মহামারী গোটা ফুটবল বিশ্বকে অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে যে কোনো দুঃসময়ে সহযোগিতা করা ফিফার দায়িত্বের মধ্যে পড়ে ইতিমধ্যে অনেক সহযোগী দেশ বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে তাদের জরুরি অর্থ সহায়তা দেয়ার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি ফুটবল রক্ষায় সূদুরপ্রসারী আর্থিক সাহায্য করার পরিকল্পনা রয়েছে এটি হচ্ছে সেটির প্রথম ধাপ

বর্তমানে ফিফার মোট সদস্য দেশ ২১১টি অর্থ সহায়তা তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে আগামী কয়েক দিনের মধ্যে প্রায় লাখ ইউএস ডলার করে পাবে প্রতিটি সদস্য দেশ যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় কোটি ২৫ লাখ টাকা পাশাপাশি ফরোয়ার্ড . ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় তাদের অন্যান্য সুবিধা দেয়া হবে

এবারই প্রথম সদস্য দেশগুলোকে অর্থ সহায়তা করছে না ফিফা অতীতে নানা সময়ে প্রয়োজনে তাদের সাহায্য করেছে তারা অবশ্য সেটা নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করা সাপেক্ষে দিয়ে থাকে বিশ্ব ফুটবলের নীতি-নির্ধারণী সংস্থা এবার ২০১৯-২০২০ অপারেশনাল ফান্ড থেকে অর্থ দিচ্ছে তারা

 

এআরআর/০৬