খেলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০২০
০৪:১১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৪:১১ অপরাহ্ন
করোনা পরিস্থিতির কোনো উন্নতির দেখা নেই। তাই স্থগিত চলতি মৌসুমের খেলা পুনরায় শুরু করার আশা ছেড়ে দিয়েছে নেদারল্যান্ডস লিগ কর্তৃপক্ষ। হাল ছেড়ে দিয়ে বাতিল করেছে ঘরোয়া শীর্ষ ফুটবল টুর্নামেন্ট এরেডিভিসি।
পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেন করোনার সঙ্গে লড়াই করে পেরে উঠল না ক্লাবগুলো। একচ্ছত্র আধিপত্য নিয়ে যেন জয় হলো প্রাণঘাতী করোনা ভাইরাসেরই। সেটাই যেন জানিয়ে দিল ডাচ ফুটবলের অভিভাবক সংস্থা কেএনভিবি ‘২০১৯-২০২০ মৌসুমের খেলা শেষ করা অসম্ভব হয়ে গেছে।’
লিগ বাতিল হওয়ায় শিরোপা দেওয়া হচ্ছে না কাউকে। ১৯৫৬ সালে লিগ শুরুর পর এমনটা এবারই প্রথম ঘটল। নয় ম্যাচ হাতে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও লিগ ট্রফি পাচ্ছে না আয়াক্স। এজে আলকমার সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ছিল দ্বিতীয় স্থানে। তবে দুদলই খেলবে চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে। উয়েফা এখনো এটার অনুমোদন দেয়নি।
কোনো দলের অবনমনও হচ্ছে না। আবার কোনো দলের প্রমোশনও হচ্ছে না। ফলে কপাল পুড়েছে ১১ পয়েন্টের লিড নিয়ে দ্বিতীয় বিভাগ ফুটবলের শীর্ষে থাকা এফসি কামবুরের। আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগেই খেলতে হবে তাদের। তাই হতাশা ঝরে পড়ল দলটির কোচ হেঙ্ক ডি জনের কণ্ঠে, ‘সিদ্ধান্তটা ডাচ ক্রীড়াঙ্গনের ইতিহাসের সবচেয়ে বড় সম্মানহানি’।
নেদারল্যান্ডসে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৩৫ জন। আর মারা গেছেন ৪ হাজার ২৮৯ জন।
এআরআর/০৮