খেলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০২০
০৪:১৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৪:১৩ অপরাহ্ন
বিপর্যয়ের দিনে মানবতার সেবায় এগিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারসহ অনেক তারকা ফুটবলার। তাদের মতো এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গ্যারেথ বেল ও তার স্ত্রী এমা। এ তারকা দম্পত্তি কার্ডিফ ও ভ্যালে ইউনিভার্সিটি হেলথ বোর্ডে দান করেছেন ৫ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা।
খবরটা নিশ্চিত করেছে কার্ডিফ ও ভ্যালে হেলথ চ্যারিটি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, তারকা দম্পত্তির ইচ্ছা অনুযায়ী কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে খরচ করা হবে তাদের দানের পুরো অর্থটা। এ থেকে আর্থিক সাহায্য পাবেন ন্যাশনাল হেলথ সার্ভিসের স্টাফ ও রোগীরা।
মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ ও ওয়েলসের সুপারস্টার বেলের স্বদেশী তারকা ফুটবলার অ্যারন রামসেও। জুভেন্টাসের এই ফুটবলার ওয়েলসের ন্যাশনাল হেলথ সার্ভিসে দ্বিতীয়বারের মতো দান করেছেন ১০ হাজার পাউন্ড। দুই দফায় দেশের স্বাস্থ্য সেবায় তিনি দিলেন ২০ হাজার পাউন্ড।
এআরআর/৯