সাফ জয়ের জার্সি নিলামে তুলবেন আলফাজ

খেলা ডেস্ক


এপ্রিল ২৬, ২০২০
১১:৩৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১১:৩৪ অপরাহ্ন



সাফ জয়ের জার্সি নিলামে তুলবেন আলফাজ

প্রাণঘাতী করোনাভাইরাসের বিপক্ষে লড়তে তহবিল গঠনে নিজেদের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। দেশের ফুটবল অঙ্গনও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। এবার সেই পথে হাঁটলেন দেশের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ।
১৯৯৯ সালে সাউথ এশিয়ান গেমসের (সাফ) খেলা নিজের জার্সি নিলামে তুলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আলফাজ। ঐ আসরের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন আলফাজ।
নিলামে তোলা জার্সি থেকে প্রাপ্ত অর্থ অসহায়-দুস্থদের প্রদান করা হবে জানান আলফাজ। ১৩ বছর পেশাগত ফুটবল খেলেছেন ৪৮ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সাফ ফুটবলে চ্যাম্পিয়নসহ মোট চারটি বড় আসরে সেরা সাফল্যের স্বাদ নিয়েছেন তিনি। ক্যারিয়ারে ১০৯টি গোলও করেছেন আলফাজ।

এআরআর/০৩