করোনায় বাফুফের ক্ষতি ৭ কোটি টাকা!

খেলা ডেস্ক


এপ্রিল ২৮, ২০২০
০৫:৫৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০৬:০২ পূর্বাহ্ন



করোনায় বাফুফের ক্ষতি ৭ কোটি টাকা!

মরণব্যাধী করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী চরম ক্ষতি মুখে ক্রীড়াঙ্গন। বাংলাদেশও এর বাইরে নয়। কোভিড-১৯ এর কবলে পড়েছের ক্রীড়াঙ্গন। ক্রিকেট থেকে শুরু করে ফুটবলের সকল কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। স্থগিত করতে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, নারী লিগ, স্কুল টুর্নামেন্ট, জাতীয় চ্যাম্পিয়নসহ ফুটবলের সবগুলো টুর্নামেন্ট। তাতে বড় লোকসান দেখতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। ফেডারেশন সূত্রে জানা যায়, ক্ষতির পরিমাণ প্রায় সাত কোটি টাকা।
দেশের ফুটবলের সকল টুর্নামেন্ট স্থগিত করার প্রায় এক মাস পেরিয়ে গেছে। চলমান প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লীগ, নারী লীগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু স্কুল টুর্নামেন্টসহ সব ফুটবল টুর্নামেন্টই স্থগিত করতে হয়েছে ফেডারেশনকে। এতে প্রায় ৭ কোটি টাকার মতো লোকসান গুনতে হয়েছে বাফুফেকে।
ক্ষতির বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমাদের যে লিগগুলো রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়্নশিপ লিগ, নারী লিগ, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ, স্কুল ফুটবলসহ বিভিন্ন খেলা যেগুলো কোভিড-১৯ এর জন্য স্থগিত করতে হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ৫-৭ কোটি টাকার মতো।’
করোনা মহামারীতে ফুটবল ফেডারেশনের পাশে দাঁড়াচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বাফুফেও সেই ক্ষতিপূরণ দাবি করে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি, ‘যে ক্ষতিটা হয়েছে সেটা লিখিতভাবে ফিফা ও এএফসিকে জানিয়েছি। ক্ষতিপূরণ করার জন্য আশা করছি ফিফা আর এএফসি তাদের ফিডব্যাক জানাবে।’
সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। করোনার কারণে স্থবির লিগের ক্লাবগুলো আর্থিক সংকটে পড়েছে। সেটিও সেই ক্ষতিপূরণেও আওতায় আনা হবে বলে জানান সোহাগ, ‘বিশেষ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাবগুলোর জন্য আর্থিক সহায়তা দেয়া যায় কি না সেটা ভাবছি। ফিফার পজিটিভ ফিডব্যাক থাকলে ক্লাবগুলোর জন্য কাজ করবো।’
এদিকে কঠিন এই সময়ে সদস্য দেশগুলোর পাশে এসে দাঁড়িয়েছে ফিফা। করোনাকাল মোকাবিলায় বিশাল আর্থিক সহয়তার ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যার মধ্য থেকে বাফুফে পাচ্ছে সোয়া চার কোটি টাকা।

এআরআর/১১