প্রতি ম্যাচে পাঁচ ফুটবলার পরিবর্তনের নতুন নিয়ম

খেলা ডেস্ক


এপ্রিল ২৮, ২০২০
০৮:৩৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০৮:৩৬ পূর্বাহ্ন



প্রতি ম্যাচে পাঁচ ফুটবলার পরিবর্তনের নতুন নিয়ম

করোনা ভাইরাসের প্রভাবে স্থগিত সারা বিশ্বের ফুটবল। চলমান ফুটবল মৌসুম শেষ করতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে ফুটবল ক্লাব ও সংশ্লিষ্ট দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো। লোকসান এড়াতে সবরকম চেষ্টা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইতোমধ্যে ২১১ সদস্য দেশকে ৪ কোটি ২৫ লাখ টাকা করে অনুদানের ঘোষণাও দিয়েছে ফিফা। এবার এক ম্যাচে বদলি হিসেবে পাঁচজন ফুটবলার খেলানোর নিয়ম করতে যাচ্ছে তারা। আর নকআউট পর্বের ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়ায় সেক্ষেত্রে আরো একজন অর্থাৎ ছয়জন ফুটবলার বদলি হিসেবে নামতে পারবেন। স্থগিত হয়ে যাওয়া চলমান মৌসুম এবং আগামী মৌসুমে এই নিয়ম চালু করার কথা ভাবছে ফিফা। ফুটবলার বদলের এই নিয়ম জাতীয় দলের ম্যাচেও প্রযোজ্য হবে। এক বিবৃতিতে এমন ভাবনার কথা জানিয়েছে ফিফা।
ইউরোপের শীর্ষ পাঁচ লীগসহ বহু দেশের পেশাদার লীগ স্থগিত হয়ে গেছে। আবার দ্রুততম সময়ের মধ্যে ঘরোয়া আসর শেষ করে নতুন মৌসুম শুরুর তাড়াও রয়েছে। এক্ষেত্রে সপ্তাহে দুটি ম্যাচ খেলে চলমান মৌসুম শেষ করার পরিকল্পনা করছে বিভিন্ন দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এত কম সময়ের মধ্যে বেশি ম্যাচ খেললে ঘনঘন ইনজুরিতে পড়বেন ফুটবলাররা। ইনজুরি শঙ্কা এড়াতে বদলি ফুটবলারের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার নিয়ম চালুর ভাবনা ফিফার। এটা শুধুমাত্র স্থগিত হওয়া চলমান মৌসুম ও আগামী মৌসুমের জন্য। আর জাতীয় দলের জন্য ২০২১ সাল পর্যন্ত বহাল থাকবে পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়ম।
পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়মটি ফিফা অনুমোদনের জন্য পাঠিয়েছে ফুটবলের আইন-কানুন নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) কাছে। আইএফএবিতে রয়েছে ফিফার কর্মকর্তা এবং চারটি ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (ইংল্যান্ড, ওয়েলশ, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড) নির্বাচিত সদস্যরা। তাদের অনুমোদন পেলেই ফুটবল ইতিহাসে দেখা মিলবে একই ম্যাচে পাঁচজন ফুটবলার বদলের দৃশ্য।

এআরআর/০৫