অসচ্ছল মুসলিমদের ৮৫ লাখ টাকা দান ওজিলের

খেলা ডেস্ক


মে ০৫, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন



অসচ্ছল মুসলিমদের ৮৫ লাখ টাকা দান ওজিলের

করোনা ভাইরাসের কারণে রমজানে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। এই অবস্থায় পবিত্র রমজান মাসে আর্থিকভাবে অসচ্ছল মুসলিমদের জন্য ১ লাখ ১ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকা) দান করলেন ফুটবলার মেসুত ওজিল।
আর্সেনাল প্লেমেকার ওজিল এই অর্থ সাহায্য পাঠিয়েছেন তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে। রেড ক্রিসেন্ট প্রধান করিম কিনিক এমন মহতী কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন তুুর্কি বংশোদ্ভূত সাবেক এই জার্মান তারকাকে। তিনি বলেন, ‘আমাদের ভাই ওজিলের দেয়া এই সাহায্য আমরা যত দ্রুুত সম্ভব মানুষের কাছে পৌঁছে দেবো।’
দেশটির আন্দেলো এজেন্সি নিশ্চিত করেছে, এই অর্থ মুসলিম তিন দেশে ব্যয় করা হবে ইফতার ও সাহরীর জন্য। এর মধ্যে ওজিলের নিজ দেশ তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে পুরো রমজানব্যাপী। এ ছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে দেওয়া হবে খাদ্য সামগ্রী।

এআরআর/০৫