খেলা ডেস্ক
মে ০৬, ২০২০
০৬:৫৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২০
০৬:৫৪ পূর্বাহ্ন
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক গ্যারি নেভিল জানিয়েছেন, গোল করা ও প্রতিদিন নিজেকে উপস্থাপন করার জন্য বদ্ধ-সংকল্প থাকা দরকার। সে জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো উপযুক্ত। পেলের রেকর্ড টপকে যাওয়ার পরিকল্পনা তার আছে। সে সর্বকালের সেরা ফুটবলার হতে চায়।
ক্যারিয়ারের পুরোটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন গ্যারি নেভিল। ২০০৩-২০০৯ সাল পযর্ন্ত গ্যারির সতীর্থ ছিলেন রোনালদো। যে কারণে রোনালদোকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে ইংলিশ রাইট-ব্যাক নেভিলের। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে নেভিল বলেন, রোনালদো এখনও তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে চান। তার পরিকল্পনা হল, ফুটবল কিংবদন্তি পেলের হাজার গোলের রেকর্ড টপকে সর্বকালের সেরা হওয়ার। নেভিল আরও বলেন, বিশ্বের সেরা হওয়ার জন্য রোনালদো তার অভিযান অব্যাহত রেখেছে। আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে সে এমন একজন খেলোয়াড় যার কাছে ব্যক্তিগত ট্রফি অনেক গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো পেলে নিজের ক্যারিয়ারে ১ হাজার ২৮১টি গোল করেছেন।
এআরআর/০২