বুন্দেসলিগার দশ ফুটবলার করোনায় আক্রান্ত

খেলা ডেস্ক


মে ০৬, ২০২০
০৯:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২০
০৯:০১ পূর্বাহ্ন



বুন্দেসলিগার দশ ফুটবলার করোনায় আক্রান্ত

বুন্দেসলিগা যখন ফের শুরুর কথা ভাবা হচ্ছিল তখনই জানা গেল করোনাভাইরাসে আক্রান্ত দশ ফুটবলার। এমন খবরে বেশ শঙ্কিত আয়োজকরা। জার্মানির এই শীর্ষ ফুটবল লিগ শুরুর ক্ষণটাও এখন পিছিয়ে গেল!
বুন্দেসলিগা কর্তৃপক্ষ জানায়, ৩৬টি ক্লাবের ১,৭২৪ জনের করোনা পরীক্ষা করেছেন তারা। এরমধ্যে ১০ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের ফুটবলার ও কোচরাও রয়েছেন। যে দশ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেল তাদের নাম জানানো হয়নি। তবে স্বাস্থ্য বিভাগের কাছে করোনা আক্রান্তদের নাম পাঠিয়েছে তারা। জার্মান মিডিয়া অবশ্য জানিয়েছে বুন্দেসলিগার দল এফসি কোলনের তিন ফুটবলার করোনায় আক্রান্ত!
বুন্দেসলিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যে দশজন করোনায় পজেটিভ হয়েছেন তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের কাছাকাছি ছিলেন এমন ফুটবলার ও কোচদের আইসোলেশনে রাখা হয়েছে। পুরো ব্যাপারটাই এখন জার্মান স্বাস্থ্য বিভাগ দেখছে।’

এআরআর/০৮