নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২১
১২:১২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২১
১২:১২ পূর্বাহ্ন
লেখক-সাংবাদিক আ.ফ.ম. সাঈদ এবার লিখেছেন ভিন্ন বিষয়ে একটি বই। ‘মাওলানা ও আল্লামা নিয়ে বিভ্রান্তি’ নামের এই বইয়ে ‘মাওলানা’ ও ‘আল্লামা’ উপাধির ব্যবহার এবং ইসলামের নামে হানহানির কারণ সম্পর্কে প্রামাণ্য আলোচনা করা হয়েছে।
বইটি প্রকাশ করেছে সিলেটের প্রকাশনা প্রতিষ্ঠান ‘শীহট্ট প্রকাশ’। নগরের মেঘনা বি/১৮, দাড়িয়াপাড়ায় শ্রীহট্ট প্রকাশের ৩য় বই প্রদর্শনীতে আ. ফ. ম. সাঈদের এই বই পাওয়া যাচ্ছে। মূল্য ১৪০ টাকা।
বিএ-০১