খেলা ডেস্ক
জুন ০৮, ২০২১
০৪:২৭ অপরাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২১
০৪:২৭ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অনবদ্য ছিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই তারকা ব্যাটসম্যান জায়গা করে নিয়েছেন ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’- এর সংক্ষিপ্ত তালিকায়।
তিন খেলোয়াড়ের মধ্যে হবে মে মাসের সেরা হওয়ার লড়াই। মুশফিক ছাড়া বাকি দুইজন হলেন পাকিস্তানের পেসার হাসান আলি ও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।
গত মাসে যেকোনো সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার স্বাদ নেয় বাংলাদেশ। ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের তারা হারায় ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে ৮৪ রান করা মুশফিক পরের ম্যাচে করেন ১২৫ রান। শেষ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৮ রান। তিন ম্যাচে ৭৯ গড়ে ২৩৭ রান নিয়ে তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
হাসান জিম্বাবুয়ে সফরে দুই টেস্টে নেন ১৪ উইকেট। অন্যদিকে, অভিষেকেই বাজিমাত করেন জয়াবিক্রমা। বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেল্লে টেস্টের দুই ইনিংসেই পাঁচ উইকেট পান তিনি।
এএন/০১