জুভেন্টাসের খেলোয়াড়রা আইসোলেশনে

খেলা ডেস্ক


জুলাই ২৯, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন



জুভেন্টাসের খেলোয়াড়রা আইসোলেশনে


জুভেন্টাসের তিউনিশিয়ান মিডফিল্ডার হামজা রাফিয়ার করোনা আক্রান্ত। এই কারণে দলটির সকল খেলোয়াড়কে যেতে হয়েছে আইসোলেশনে।

এক বিবৃতিতে বৃহস্পতিবার এই তথ্য জানায় ইতালিয়ান সেরি আর সফলতম দলটি।

যাদের পরীক্ষার ফল আসবে নেগেটিভ তারা অনুশীলন চালিয়ে যেতে পারবেন। তবে তারা দলের বাইরের কারো সংস্পর্শে যেতে পারবেন না।

২২ বছর বয়সী রাফিয়া ২০১৯ সালের জুলাইয়ে অলিম্পিক লিওঁ থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর মূল দলের হয়ে খেলেছেন কেবল এক ম্যাচ।

আগামী শনিবার প্রীতি ম্যাচে জুভোন্টাস খেলবে মোনসার বিপক্ষে। প্রাক মৌসুমে শেষ প্রীতি ম্যাচটি তারা খেলবে আগামী ৮ অগাস্ট, কাম্প নউয়ে বার্সেলোনার সঙ্গে।

আগামী ২২ অগাস্ট স্বাগতিক উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে বিদায় আসরে চারে থাকা জুভেন্টাস।

এএন/০৪