খেলা ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২১
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
০৬:২১ অপরাহ্ন
বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানার-আপ হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন এর সার্জেন্ট আব্দুর রহিম শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং এনসি (ই) সৌমিক আহমেদ শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন।
আইএসপিআর জানিয়েছে, প্রতিযোগিতাটি গত ২৮ আগস্ট শুরু হয়। এ সময় সকল দলের খেলোয়াড় ছাড়াও যশোর সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এএন/০১