ইউএস ওপেনের রানি রাদুকানু

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২১
১২:৫৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
১২:৫৭ অপরাহ্ন



ইউএস ওপেনের রানি রাদুকানু


ইউএস ওপেনের রানি হয়ে মুকুটটা নিজের করে নিলেন ব্রিটেনের এমা রাদুকানু। ফাইনালে কানাডার লেইলা ফার্নান্দেজকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে দুই অষ্টাদশীর লড়াইয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।


রাদুকানু কেবল ইউএস ওপেনের শিরোপাই প্রথমবারের মতো জেতেননি, তিনি হচ্ছেন যেকোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতাতেই প্রথম কোয়ালিফাইয়ার খেলে আসা শিরোপাজয়ী। ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে রাদুকানু সারা জাগালেন বহুদিন পর। ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে রাদুকানুর আগে সবশেষ গ্র্যান্ড স্লাম শিরোপা (উইম্বলডন) জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড, সে প্রায় ৪৪ বছর আগে, ১৯৭৭ সালে।

১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউএস ওপেনে মেয়েদের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই অবাছাই টেনিস খেলোয়াড়। দুজনই অষ্টাদশী। ২২ বছর আগে এভাবেই ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিল সেরেনা উইলিয়ামস ও মার্টিনা হিঙ্গিস। শেষ হাসিটা হেসেছিলেন সেরেনাই। দুই ‘অবাছাই’ পরবর্তীতে টেনিসের বড় তারকা হয়েছিলেন, সেটি সকলেরই জানা। এবার রাদুকানু আর লেইলা ফার্নান্দেজের ফাইনালটাকেও টেনিস সার্কিটে ‘নতুনের আবাহন’ হিসেবে দেখা হচ্ছিল।

এএন/০৬