কবিতার বই ‘হোমার-সাগরে হিমালয়’-এর আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২১
১১:৫৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১
১২:০১ পূর্বাহ্ন



কবিতার বই ‘হোমার-সাগরে হিমালয়’-এর আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত

 কথাসাহিত্যিক ও কবি সুজন দেবনাথের সদ্য প্রকাশিত কবিতার বই হোমার-সাগরে হিমালয় এর আলোচনা সভা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারে বাতিঘরে এর আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য প্রকাশনী। 

চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব ও মুহিবুর রহমান একাডেমীর ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ ইমদাদ।

সভায় স্বাগত বক্তব্য দেন, বাতিঘর কর্মকর্তা লিংকন দাস। লেখক ও পাঠকদের ভাব আদান প্রদান ও বইয়ের বিভিন্ন কবিতা নিয়ে বিস্তর আলোচানা করেন আলোচকরা।

আলোচনায় অংশগ্রহণ করেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুনন্দা রায়, শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, জেলা শিশু একাডেমি কর্মকর্তা সাইদ রহমান, ইনোভেটর এর সংগঠক সুমন রায়, লিডিং ইউনিভার্সিটির প্রভাষক এনাম আহমেদ, লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাইদ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসফাক আহমদ।

আলোচনায় বই থেকে কবিতা আবৃতি করেন বন্ধুসভা সিলেটের সভাপতি তামান্না ইসলাম ও ইমন আহমদ।


এএফ/০৫