সিলেট মিরর ডেস্ক
মে ১৫, ২০২২
০৯:১৫ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২২
০৯:১৫ অপরাহ্ন
খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী পরিষদের ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৪ টায় সিলেট গণগ্রন্থাগারের সভাকক্ষে সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ খসরু, সহ-সভাপতি শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মো. কিবরিয়া আলম, যুব ও ক্রীড়া সম্পাদক রঞ্জন কুমার দাশ, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মওলা ও শেখ রফিক আহমদ, সাহিত্য সম্পাদক গাজী সাইফুল হাসান, কার্যনির্বাহী পরিষদের সদস্য অনিল কৃষ্ণ মজুমদার, বিজন চন্দ্র বিশ্বাস ও এসএম মোশারফ হোসেন এবং উপদেষ্টামন্ডলীর সদস্য শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার ও সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জিদান আল মুসা সভায় উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী পরিষদের সভা শেষে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির কার্যনির্বাহী পরিষদ, কার্যকরী সদস্য, উপদেষ্টামন্ডলীর সদস্যসহ আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মহা-ব্যবস্থাপক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর রায়।
আরসি-০১