জকিগঞ্জের লতিফিয়া একাডেমিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

সিলেট মিরর ডেস্ক


জুন ১৬, ২০২২
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২২
০৯:২৬ অপরাহ্ন



জকিগঞ্জের লতিফিয়া একাডেমিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়াকে সংবর্ধনা প্রদান ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিদায়ী অনুষ্ঠান করেছে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কাজলসার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইয়াহইয়া আহমদ চৌধুরী।

সাইফুল্লাহ আহমদ সাঈদীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সংবাদ-এর সম্পাদক রহমত আলী হেলালী, সিলেট পূর্ব জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর প্রমূখ।

এসময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো.আবীর আল নাহিয়ান, জাবের আহমদ, নাহিদা পারভীন ও তাবাচ্ছুম আক্তার চৌধুরী। ইসলামী সংগীত পরিবেশন করেন আর্শি আক্তার তাহুরা, আহমদ হাসান সায়েম। বিদায়ী সংগীত পরিবেশন করেন মিজানুর রহমান কামরান, সাবিনা আক্তার। 

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আলম চৌধুরী, ইমরান হোসেন, শিমুল চন্দ্র চন্দ, মৃণাল কান্ত দাস, রুহুল আমীন, কাজী হারুনুর রশীদ, এম.এ মুকিত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, আরাফাত হোসেন, শুয়াইবুর রহমান, রবিউল হোসেন হৃদয়, নাহিদা পারভীন, আয়েশা সিদ্দিকা বুশরা, তাহমিনা খানম, মাজেদা খানম, নুসরাত জিহান, মাহিন আল মারজান, আব্দুল্লাহ আল মারজান, মাদিহা তাসনীম, মাহিরা তাসনীম, তাজমিনা জামিল তাপাদার, সুলতান মোহাম্মদ শাহজামানসহ আরও অনেকেই। পরে মিলাদ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএম-০৬