ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২১, ২০২২
০৪:৩৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২২
০৪:৩৯ অপরাহ্ন



ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে চড়েই বিমানবন্দর থেকে বাফুফে ভবনে রওয়ানা হয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের সোনার মেয়েরা। পথে হাজার হাজার মানুষের ভালোবাসা আর অভিবাদনে সিক্ত হচ্ছেন তারা। 

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) ১ টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবিনা খাতুনরা।

বিমানবন্দর থেকে  কাকলী বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণি হয়ে হাতের বায়ে চলে যাবে ছাদ খোলা বাসটি। এরপর তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাই ওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে যাব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে নারী ফুটবলারদের বহনকারী বাসটি।

তাদের সঙ্গে রয়েছে মিডিয়া, নিরাপত্তা বাহিনীসহ আরও কতো উৎসুক মানুষ। রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের। বাসের ছাদে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষের অভ্যর্থনা গ্রহণ করছেন।

এর আগে সাফজয়ী দলের খেলোয়াড়রা ঢাকায় পৌঁছালে তাদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে এক সংবর্ধনা দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল মেয়েদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং কেক খাওয়ান।


এএফ/০১