সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২
০৫:১৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২২
০৫:২১ অপরাহ্ন
সদ্যসমাপ্ত সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ড (জকিগঞ্জ) এর নবনির্বাচিত সদস্য ইফজাল আহমদ চৌধুরী ভোটারসহ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে এক বিবৃতিতে তিনি বলেন, ‘জেলা পরিষদের নির্বাচনে সম্মানিত জনপ্রতিনিধিরা আমার প্রতি ভালোবাসা দেখিয়ে যে আস্থা প্রদর্শন করেছেন তার সম্মান রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ এই তিন খাতে ইতিবাচক পরিবর্তন সাধনে আমার মিশন চলমান থাকবে।’
‘সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে জকিগঞ্জের সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসায় সিক্ত করে চিরঋণি করেছেন’-যোগ করেন তিনি। টিউবওয়েল মার্কাকে বিজয়ী করতে দেশ-বিদেশের যেসকল শুভাকাঙ্ক্ষী নানাভাবে সহযোগিতা করেছেন, মাঠে ঘাম ঝরিয়েছেন, পরামর্শ দিয়েছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।
ভোটগ্রহন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানান ইফজাল চৌধুরী।
আরএম-০৫