তুর্কমেনিস্তানের জালে ৬ গোল বাংলাদেশের মেয়েদের

খেলা ডেস্ক


এপ্রিল ২৬, ২০২৩
০৯:০৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২৩
০৫:৫৪ অপরাহ্ন



তুর্কমেনিস্তানের জালে ৬ গোল বাংলাদেশের মেয়েদের


এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাই পর্বের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৬-০ গোলে। জোড়া গোল করেছে ফরোয়ার্ড থুইনু মারমা। একটি করে গোল পূজা দাস, রুমা আক্তার, সুরভী আকন্দ ও শ্রীমতি তৃষ্ণার। 

সিঙ্গাপুরে জালান বেসার স্টেডিয়ামে তৃতীয় মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেয় মিডফিল্ডার পূজা দাস। দুই মিনিট পরেই ব্যবধান বাড়ায় ফরোয়ার্ড থুইনু মারমা। ৩৯ মিনিটে রুমা আক্তারের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৫৩ মিনিটে জোড়া গোল পূরণ করে থুইনু। ৬০ মিনিটে পেনাল্টি থেকে পঞ্চম গোল এনে দেয় সুরভী আকন্দ প্রীতি। ৮২ মিনিটে ষষ্ঠ গোল করে বদলি নামা শ্রীমতি তৃষ্ণা।

আগামী ৩০ এপ্রিল সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ জিতলেই বাছাইয়ের পরের ধাপে পৌঁছে যাবে গোলাম রব্বানী ছোটনের দল।


এএফ/০১