সিলেট আর্ট এন্ড কালচার ইন্সটিটিউটের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২৩
০৫:৫৯ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২৩
০৫:৫৯ অপরাহ্ন



সিলেট আর্ট এন্ড কালচার ইন্সটিটিউটের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সিলেট আর্ট এন্ড কালচার ইন্সটিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বৈশাখী উৎসব ১৪৩০।

গতকাল শনিবার ১৩ মে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় এ উৎসবের। 

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আবহমান বাংলার সংস্কৃতিকে গানে গানে ও চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা।

দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম ও সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের নিয়মিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানমালা পরিচালনা করেন বিদ্যালয়ের সংগীত শিক্ষক জনি সরকার, নৃত্য শিক্ষক উত্তম চন্দ, আবৃত্তি শিক্ষক সৈয়দ সাইমূম আনজুম ইভান,তবলা শিক্ষক শংকর ধর, শিক্ষক তাহমিদ আহমেদ ও মাহিন রহমান।

আমন্ত্রিত অতিথি সংগঠন হিসেবে সঙ্গীত পরিবেশন করেন মৃত্তিকায় মহাকাল। আমন্ত্রিত শিল্পী হিসেবে  সংগীত পরিবেশন করেন মাহবুবুর রহমান, সুমন পুরকায়স্থ, ও বাউল বশির উদ্দিন সরকার।

অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন স্কুলের অধ্যক্ষ ও পরিচালক পাপলু চক্রবর্তী।


এসই/০৮