সিলেট মিরর ডেস্ক
জুলাই ১১, ২০২৩
০৬:২৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২৩
০৬:২৫ অপরাহ্ন
সিলেটের চুয়াল্লিশ বছরের প্রাচীন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী পরিষদে অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন প্রেসিডেন্ট ও সাংবাদিক আবদুল বাতিন ফয়সল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ জুলাই ২০২৩) সংগঠনের সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট পরেশ চন্দ্র দেবনাথ, অর্থ সম্পাদক আলী আখতার, প্রচার প্রকাশনা সম্পাদক ইফতেখার শামীম, শিক্ষা সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, সমাজসেবা সম্পাদক আলেয়া রহমান, সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, কার্যকরী পরিষদ সদস্য বেলাল আহমদ চৌধুরী, সালেহ খসরু, জান্নাত আরা খান পান্না, ইশরাক জাহান জেলি, সেনুয়ারা আখতার চিনু, কামাল আহমদ, বিমান বিহারী বিশ্বাস। বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়াল।
এএন/০৫