ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু ১৯ সেপ্টেম্বর, ফাইনাল ১ জুন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২৩
১২:০৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২৩
১২:০৯ অপরাহ্ন



ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু ১৯ সেপ্টেম্বর, ফাইনাল ১ জুন
জেনে নিন গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ

শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপপর্ব। এ পর্বের শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৩ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চের মধ্যে হবে নকআউটপর্ব। ৯ থেকে ১৭ এপ্রিলের মধ্যে হবে কোয়ার্টারফাইনাল। ৩০ এপ্রিল ও ৮ মে হবে দু'লেগের সেমিফাইনাল। ১ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের।

বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হয়। জেনে নিন গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে।

গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন ও গালাতাসারাই।

গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন ও লঁস।

গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন

গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সালজবুর্গ ও রিয়াল সোসিয়েদাদ।

গ্রুপ ই: ফেইনুর্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ, লাৎসিও ও সেল্টিক।

গ্রুপ এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, আরবি লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড ও ইয়াং বয়েজ।

গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক ও রয়্যাল অ্যান্টওয়ার্প

এএন/০৪/০১০৯২৩