ছাতকে কৃষি বিভাগের উদ্বুদ্ধ করণ ও পরামর্শ সভা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৬, ২০২৩
০২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৩
০২:৩৭ পূর্বাহ্ন



ছাতকে কৃষি বিভাগের উদ্বুদ্ধ করণ ও পরামর্শ সভা


ছাতকে কৃষির উন্নয়নে এক উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে পতিত জমিতে আবাদ বৃদ্ধি, সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং নির্বিঘ্নে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের সাথে উদ্বুদ্ধ করণ সভা ও পরামর্শ প্রদান কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ছাতক ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ'র পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। বক্তব্য  রাখেন ছাতক সদর ইউনিয়নের সচিব আব্দুস সবুর, উপসহকারী কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ, মোজাম্মেল ভুঁইয়া, নবী হোসেন, আয়শা আক্তার, হাজেরা বেগম, ফাতেমা তুজ জোহরা। 

এসময় ইউপি সদস্য দুলাল সরকার, আশিকুল ইসলাম, খসরু আহমদ, আলী হোসেন (১), আবু খালেদ, আলী হোসেন (২), মারুফ আহমদ, প্রেমতা রাণী দাস, ছালেতুন নেছা, ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মুহিত উদ্দিন,স্থানীয় ফরহাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিয়েছে বর্তমান কৃষি বান্ধব সরকার। কৃষকের আশা আকাঙ্খা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এএন/০৩