খেলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩
০৯:৫০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২৩
০৯:৫০ অপরাহ্ন
সাকিব আল হাসান।- ফাইল ছবি
খুবই বাজে একটা বিশ্বকাপ কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ যাদের কাছে হেরেছে, তারা সবাই আইসিসির পূর্ণাঙ্গ সদস্য। তবে আজ কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ হেরেছে আইসিসির সহযোগী সদস্যদেশ নেদারল্যান্ডসের কাছে।
সামর্থ্য অনুযায়ী খেলতে না পারা, বাজে ব্যাটিং, বোলিং—অনেক কিছুই এর জন্য দায়ী। কিন্তু বিশ্বকাপে দলের ধারাবাহিক ব্যর্থতার পেছনে বাংলাদেশ অধিনায়ক দায় দেখছেন জাতীয় দলে থাকা তামিম ইকবালের অনুসারীদেরও!
গতকাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে যে বিতর্ক হলো, তা নিয়ে এক সাক্ষাৎকারে সত্য যদি হয়ও, অপ্রিয় কিছু কথা বলেছিলেন। তামিম আড়াই বছর অধিনায়ক ছিলেন। দলে তাঁর নিশ্চয়ই অনুসারী আছে। এটা কি দলে প্রভাব ফেলছে মনে হয়? এই প্রশ্নে সাকিবের উত্তর, ‘ফেলতেই পারে। অস্বাভাবিক কিছু নয়। একেকজনের মনে কী আছে বোঝা মুশকিল। আপনি যেটা বলছেন, সেটা আমি দ্বিমত করছি না। আসলে (প্রভাব) ফেলতেও পারে।’
এএফ/২৪