খেলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩
০৪:৫৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২৩
০৪:৫৫ পূর্বাহ্ন
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে দেশবাসীকে হতাশ করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই অধিনায়ক এবারের বিশ্বকাপে চরম ব্যর্থ। ৫ ম্যাচে সাকিব করেছেন (১৪, ১, ৪০,১ ও ৫) সবমিলে ৬১ রান।
সাকিব আল হাসানের এমন বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর ভালোভাবেই পড়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সাকিব সংগ্রহ করেন ১৪ রান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে মাত্র এক রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৫২ রান খরচায় শিকার করেন মাত্র ১ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ৩৬৫ রান তাড়ায় হেরে যায় ১৩৭ রানে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ব্যাট হাতে করেন ৪০ রান। আর বল হাতে শিকার করেন ১ উইকেট। দল হারে ৮ উইকেটে।
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে ৬৯ রান খরচ করে সাকিব শিকার করেন মাত্র ১ উইকেট। প্রোটিয়াদের বিপক্ষে ৩৮৩ রানের পাহাড় ডিঙাতে নেমে সাকিব আউট হন মাত্র ১ রানে। বিশ্বকাপে অধিনায়কের এমন পারফরম্যান্সে পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে আছে বাংলাদেশ। দলের এমন বাজে অবস্থায় হঠাৎ করেই গত বৃধবার দেশে ফিরেছেন সাকিব। এদিন সকালে ঢাকায় এসে দুপুরে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিছু সময় অনুশীলন করেন সাকিব।
বিশ্বকাপের মাঝে ঢাকায় এসে অনুশীলন করে ভারতে ফিরে আজ শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে ১৪ বলে মাত্র ৫ রান করে ফিরেছেন সাকিব।
এদিন ডাচদের বিপক্ষে ২৩০ রানের সহজ টার্গেট তাড়ায় ৭০ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ে শঙ্কিত টাইগাররা। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দিচ্ছেন শেখ মেহেদি হাসান।
এএন/০১/২৯১০২৩