খেলা ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩
১২:১৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২১, ২০২৩
১২:১৯ পূর্বাহ্ন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে আজ রাতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। সিলেট থেকে সফর শুরু হওয়ায় ঢাকা পা রাখার পরদিন ম্যাচ ভেন্যুতে যাবে কিউইরা।
বিশ্বকাপ শেষ করে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের একাংশ দেশে ফিরে গেছেন। কেন উইলিয়ামসনরা দুবাইতে ছুটি কাটাচ্ছেন। টেস্ট দলের বাকি সদস্যরা সেখানে যোগ দিলে পুরো দল একসঙ্গে ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ দলের অনুশীলন রাখা হয়েছে ২৩ নভেম্বর থেকে। স্বাগতিকরাও বুধবার সিলেট আসতে পারে। এটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ বাংলাদেশের।
এএন/০৩/২১১১২৩