চার ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার সিটি

খেলা ডেস্ক


ডিসেম্বর ১১, ২০২৩
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২৩
০৩:১০ পূর্বাহ্ন



চার ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার সিটি


টানা তিন ম্যাচ ড্র, এরপর অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে হেরে বসা। চার ম্যাচ জয়বঞ্চিত থাকায় টালমাটাল অবস্থা ম্যানচেস্টার সিটির। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার ছিল একটি জয়, সেই জয়ই পেয়েছে লুটন টাউনের মাঠে। তাও আবার পিছিয়ে পড়ে ২-১ গোলের জয়।

এলাইজা আদেবায়োর গোলে পিছিয়ে পড়ার পর ম্যানচেস্টার সিটির হয়ে সমতা টানেন বের্নার্দো সিলভা। এরপর জয় নিশ্চিতের গোলটি করেন জ্যাক গ্রিয়েলিশ। এই জয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চারেই থাকল ম্যানচেস্টার সিটি। ৩৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।

১৬ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন ৩ নম্বরে অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল। মাঠে নামার আগেই অবশ্য ধাক্কা খায় সিটি। ইনজুরির কারণে দলের সঙ্গে লুটনের মাঠে যাননি আর্লিং হালান্ড।

তাকে ছাড়া খেলতে নেমে অবশ্য বিপদ হয়নি সিটির। অবশ্য প্রথমে পিছিয়ে পড়েছিল সিটিই। মধ্যবিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায় লুটন। সতীর্থের মাপা ক্রসে ছয়গজ বক্সে লাফিয়ে হেড করে বল জালে পাঠান এলাইজা আদেবায়োর। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটে দুই গোল করে ম্যাচ জিতে নেয় পেপ গার্দিওলার দল।

৬২ মিনিটে বক্সের কোনা থেকে বের্নার্দো সিলভার বাঁকানো শট জড়িয়ে যায় জালে। দুই মিনিট পরেই স্বস্তি ফেরে সিটি শিবিরে। গোল করেন জ্যাক গ্রিয়েলিশ। অন্য ম্যাচে এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে চেলসি। এতে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানে নেমে গেছে ব্লুরা।

এএন/০৮