আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ওসিমেন

খেলা ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২৩
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২৩
১২:৪৭ পূর্বাহ্ন



আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ওসিমেন


গত মৌসুমে ৩৩ বছর পর নাপোলির সেরি-এ লিগ জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন ভিক্টর ওসিমেন। নিজে করেছিলেন ২৬ গোল, করিয়েছিলেন পাঁচটি। দুর্দান্ত সেই পারফরম্যান্স তাকে এনে দিল মহাদেশসেরার স্বীকৃতি।

সোমবার রাতে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সি নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন। মরক্কোর মারাকেশে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এই পুরস্কার জেতার পথে তিনি হারিয়েছেন পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি ও লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহকে।

মেয়েদের বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার নাইজেরিয়ান ফরোয়ার্ড আসিসাত ওশোয়ালা। আফ্রিকার সেরা গোলকিপার ও কোচের পুরস্কার উঠেছে যথাক্রমে মরক্কোর ইয়াসিন বুনু ও ওয়ালিদ রেগরাগুইয়ের হাতে। সেরা জাতীয় দল নির্বাচিত হয়েছে মরক্কো।

এএন/০২