মোহামেডান-বসুন্ধরার শিরোপা লড়াই আজ

খেলা ডেস্ক


ডিসেম্বর ১৮, ২০২৩
০২:১৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৩
০২:১৩ পূর্বাহ্ন



মোহামেডান-বসুন্ধরার শিরোপা লড়াই আজ
স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনাল


মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবলে শিরোপা জিতবে কে? বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নাকি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং। শক্তির দিক দিয়ে কিংস অনেক এগিয়ে থাকলেও ফাইনালটা নিজেদের মতো করে খেলে ট্রফি জিততে চাইছে সাদা কালোরা। আজ সোমবার দুপুর পৌঁনে দুইটায় গোপালগঞ্জের মাঠে ট্রফির জন্য প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।

এবার আবাহনী লিমিটেডকে সেমিফাইনালে বিদায় করে ফাইনালে জায়গা করে নিয়েছে কিংস। দলটির শক্তি সম্পর্কে সবাই অবগত। ফাইনালেও একচেটিয়া খেলে শিরোপা ধরে রাখতে চায় অস্কার ব্রুজনের দল। স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা মনে করি স্বাধীনতা কাপের শিরোপা ধরে রাখতে হলে সেরা খেলাটাই খেলতে হবে। সেই লক্ষ্যে আমরা মাঠে নামবো।’

শিরোপার লক্ষ্য থাকলেও প্রতিপক্ষ মোহামেডানকে সমীহ করছেন ব্রুজন। তার কথা, ‘মোহামেডান শারীরিকভাবে কঠিন একটি দল। অনেক খেলোয়াড়ের লড়াই করার অভিজ্ঞতা আছে। ওরা সেট পিসে খুবই কার্যকরী এবং বড় ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন দল।’

গত ফেডারেশন কাপে কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছিল মোহামেডান। এবার সেই ম্যাচের পুনরাবৃত্তি চান সাদা কালোদের সাবেক তারকা স্ট্রাইকার ও কোচ আলফাজ আহমেদ, ‘এটাও ডু অর ডাই ম্যাচ। আমাদের লক্ষ্য শিরোপা। মৌসুমের প্রথম ট্রফি জিততে চাই আমরা। সেজন্য মাঠে সবাইকে সর্বোচ্চটা দিতে হবে। আশা করছি ছেলেরা কাঙ্ক্ষিত সাফল্য পাবে।’

এএন/০৩